ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের ছাত্র-যুব সমাজ ও সাধারণ মানুষ একটি পরিবর্তনের জন্য আশা করছে। সেই পরিবর্তন আমরাই করতে পারব।
বুধবার (৭ আগস্ট) নয়া পল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে জীবিত অবস্থায় মুক্ত করতে পেরেছি বলে আমরা আনন্দিত। তারেক রহমানকেও একই ভাবে মুক্ত করে দেশে ফিরিয়ে আনা হবে।
যে তরুণরা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা দেশকে মুক্ত করতে পেরেছি জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, তাদের অবদানের কথা স্বীকার করে আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব। জনগণের কাছে দায় থাকবে এমন একটি সরকার আমরা গঠন করতে চাই।
তিনি বলেন, ফ্যাসিবাদ পতন হয়েছে, দাম্ভিক হাসিনার পতন হয়েছে। আমাদের যে ফ্যাসিবাদের প্রতি আন্দোলন তা শেষ হয়েছে। আজকের যে আন্দোলন তা আগামী দিনের নির্বাচনকে সুষ্ঠু করার আন্দোলন।
আগামী দিনের নির্বাচনের জন্য এখন থেকেই নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
ইএসএস/এসআইএস