ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

রাজনীতি

বাকেরগঞ্জ পৌর মেয়রের গ্রেপ্তার ও বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
বাকেরগঞ্জ পৌর মেয়রের গ্রেপ্তার ও বিচার দাবি

বরিশাল: বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া’র দুর্নীতি, চাঁদাবাজি, জমি দখলের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা।

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়ে মেয়র লোকমানের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় বিএনপির সিনিয়র নেতাদের একটি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লোকমানের বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের মৌখিক দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র লোকমান ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে ১৫ বছরে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় আওয়ামী লীগের ওপর কোনো ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দুর্বলতা ভাবছেন, তাকেসহ আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী, চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।

এছাড়া বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুব জোমাদ্দার, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি লোকমান হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, এখানে একটা সুবিধা আছে ‘বিএনপির অত সাহস নাই, জামায়াত ওদের কিলিং মিশনে আছে, ওদের মারতে ইচ্ছে হলে সাতক্ষীরা-ঢাকা থেকে লোক আনতে হবে। ’ আর এমন বক্তব্যের পরই বাকেরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে।

ভিডিওর ব্যানার দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে এ বক্তব্য দেন লোকমান হোসেন। তবে ব্যানারে ৪৮তম মৃত্যুবার্ষিকীর কথা লেখা থাকায় গত বছরের বলে জানিয়েছে একাধিক সূত্র।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।