ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হামলা-ভাঙচুর মামলা: মুক্তাগাছায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
হামলা-ভাঙচুর মামলা: মুক্তাগাছায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি তিনি।

 

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তনুকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতে সোর্পদ করে মুক্তাগাছা থানা পুলিশ। পরে আদালত তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠান।  

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) মুক্তাগাছা পৌর শহরের থানা গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

খবরের সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, নানা বিষয়ে বিতর্কিত ছিলেন যুব মহিলা লীগের নেত্রী ইসরাত জাহান তনু। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা ও বিএনপি অফিস ভাঙচুর মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

সূত্র জানায়, বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী তনুর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এছাড়া তনুর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড, একাধিক স্বামীর সংসার, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে।  

এদিকে, গত ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান তনু। এরপর তিনি প্রকাশ্যে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।