ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ধামরাইয়ে বিএনপির সমাবেশে আওয়ামী সমর্থকদের হামলা, আহত ২০

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
ধামরাইয়ে বিএনপির সমাবেশে আওয়ামী সমর্থকদের হামলা, আহত ২০

সাভার (ঢাকা): ধামরাইয়ে বিএনপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন বিএনপি নেতা।

অভিযোগ রয়েছে হামলায় অংশগ্রহণকারীদের বেশিরভাগই আওয়ামী লীগ পন্থি নেতাকর্মী।  

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৬ অক্টোবর রোয়াইল ইউনিয়নে একটি সমাবেশ করে বিএনপি। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী। এ সময় ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারী হিসেবে সমাবেশে মিছিল নিয়ে প্রবেশ করে ইব্রাহিম হোসেন নামে এক আওয়ামী লীগ সমর্থক। এ নিয়ে প্রতিবাদ করায় হামলা চালায় ফেরদৌস মুরাদের অনুসারীরা।  

অভিযোগ করে বিএনপির নেতারা বলেন, বিএনপির অবস্থান মানুষের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করা হচ্ছে। সেখানে বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগের কর্মীদের নিয়ে মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করছে। এ নিয়ে প্রতিবাদ করায় হামলা চালিয়ে কয়েকজন কর্মীকে আহত করেছেন।  

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, সেদিন আমরা সমাবেশে পৌঁছে আওয়ামী লীগের সমর্থকদের দেখতে পাই। কিন্তু সমাবেশ চলাকালে তাদের কিছু না বলে শেষ পর্যন্ত অপেক্ষা করি। অতিথিরা চলে গেলে তাদের ডেকে নিয়ে এভাবে প্রকাশ্যে সমাবেশ না আশার অনুরোধ করা হয়। কিন্তু তারা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেন। সেখানে আমাদের বিএনপি নেতা মো. সেলিম (৩৫), মো. রাজিব (৩২), মো. আইয়ুব আলী (৫৫) ও আব্দুল আলীমসহ (৬০) অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।  

তিনি আরও বলেন, হামলার সময় আওয়ামী লীগ নেতা ইব্রাহীমের নেতৃত্বে আব্দুল্লাহ, জুয়েল, আ. সাত্তার, আ. মান্নান, আ. রহমান, রাসেল, ফিরোজ, ইউনুস, বিদ্যুৎ, ইব্রাহিম, সাইদুর, রাসেল, আব্দুল কাদের হামলা চালায়। তারা গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। তাদের আশ্রয় দিচ্ছে আমাদের বিএনপির কতিপয় পদ ধারী নেতারা।  

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে স্ত্রী পরিচয় দিয়ে তার অসুস্থতার কথা জানান। তিনি বলেন, ইব্রাহিম গত ১৬ অক্টোবর থেকে অসুস্থ, তাই তিনি কথা বলতে চান না।

ধামরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম মাস্টার বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের সমর্থকদের প্রকাশ্যে আসতে নিষেধ করায় আওয়ামী লীগের খোলস পাল্টানো কর্মীরা বিএনপি নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন বিএনপি নেতাকর্মী আহত হন। এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।