ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে গণহত্যাকারীদের গ্রেপ্তার, চাঁদাবাজি বন্ধ ও দ্রব্যমূল্যের সিন্ডিকেটদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মো. নাসির উদ্দীনের নেতৃত্বে এ মিছিল শুরু হয়।

মিছিলটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদর্শন করে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

মিছিলে পল্লবী থানা দক্ষিণের আমির মো. আশরাফুল আলম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন, রূপনগর থানা সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসেন, পল্লবী জোনের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।