ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হোসেনপুর উপজেলা বিএনপি নেতা রফিককে অব্যাহতি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
হোসেনপুর উপজেলা বিএনপি নেতা রফিককে অব্যাহতি  মো. রফিকুল ইসলাম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে (রফিক) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত রফিকুল হোসেনপুর উপজেলার ধুলজুরী গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে (রফিক) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও জানা যায়, বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সেই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের তার (রফিকুল) সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।