ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র প্রবাসী সরকার: রাশেদ প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র প্রবাসী সরকার: রাশেদ প্রধান

ঢাকা: প্রবাসী সরকার গঠনের নামে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও ভারত সরকার মামার বাড়ির আবদার তুলে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, প্রবাসী সরকার আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র।

সুতরাং প্রবাসী সরকার গঠনের চেষ্টা করা হলে আওয়ামী লীগের নাম-নিশানা বাংলাদেশের ছাত্র-জনতা চিরতরে মুছে দেবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে পল্টনের মরহুম শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে রাশেদ এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাতে আগরতলার ষড়যন্ত্র শুরু করেছেন। আগরতলার ষড়যন্ত্র হচ্ছে ভারত ও আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নের একটি অংশ। সাধু সাবধান। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আওয়ামী লীগকে আর বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন জনগণের দাবি।

তিনি আরও বলেন, বর্তমান রাষ্ট্রপতি ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। আওয়ামী লীগের আমলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি বাংলাদেশের জন্য এখন নিরাপদ নয়। অবিলম্বে আওয়ামী লীগের খোলসপরা রাষ্ট্রপতিকে অপসারণ করা ছাত্র জনতার দাবি।

জাগপার প্রয়াত সভাপতি মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিচারণ করেন রাশেদ। তিনি বলেন, রেহানা প্রধানের আমৃত্যু সংগ্রাম ছিল বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন। তার শূন্যতা দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শ্রমিক জাগপার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান বাবুল, জাগপা নেতা আবুল কালাম আজাদ, শ্রমিক জাগপা ঢাকা মহানগর আহ্বায়ক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা জনি নন্দী, পাভেল হোসেন, আসাদুজ্জামান নুর, আমিনুল ইসলাম প্রমুখ।

স্মরণ সভা শেষে রেহানা প্রধানকে স্মরণ করে মাহফিল ও দুস্থদের খাবার বিতরণ করেন রাশেদ প্রধান।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।