ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিচার করতে হবে: আব্দুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিচার করতে হবে: আব্দুল জব্বার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার বলেছেন, এত বছর কথা বলতে পারিনি। কোনো পত্রিকায় সংবাদ প্রকাশ করতে পারেনি।

যারা সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের কণ্ঠকে কেউ বন্ধ করে রাখতে পারবে না।

শুক্রবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আব্দুল জব্বার বলেন, ২৮ অক্টোবরের তাণ্ডব পুরো জাতি দেখেছে। আদালতে মামলাও হয়েছিল। কিন্তু তারা বিশেষ ক্ষমতাবলে এ মামলাগুলোকে প্রত্যাহার করে নিয়েছিল। আজ নতুন করে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি বলতে চাই, অবিলম্বে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, নয়তো জনগণ আইন হাতে তুলে নেবে।

তিনি আরও বলেন, ২৮ অক্টোবর সাধারণ কোনো ঘটনা নয়। বাংলাদেশকে ব্যর্থ করতে এ ষড়যন্ত্র হয়েছে। ২০২৪ সালের গণহত্যার বিচার যেমন হবে, তেমনি ২৮ অক্টোবরের বিচারও হবে। খেলা হবে খেলা হবে বলে এ নারায়ণগঞ্জকে আর কলঙ্কিত হতে দেওয়া যাবে না।

আব্দুল জব্বার বলেন, আওয়ামী লীগের অনেকে অন্যান্য দলের মাধ্যমে রাজনীতিতে আসতে চেষ্টা করছে। আমি বলতে চাই, কোনো খুনি রাজনীতিবিদ হতে পারে না। নতুন করে সন্ত্রাস ও চাঁদাবাজি যারা করবে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নয়তো জনগণ তাদের হাত ভেঙে দেবে।

তিনি আরও বলেন, দেশপ্রেমিক সব দলের প্রতি আহ্বান। দলের চেয়ে বড় আমাদের আদর্শ আমরা বাংলাদেশি। জামায়াতকে দেশপ্রেমিক হওয়ার অপরাধে এ দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।