ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের মতো থাকার চেষ্টা করলে ভুল হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
‘অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের মতো থাকার চেষ্টা করলে ভুল হবে’

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, আজকে সরকারের মধ্যে সমন্বয়হীনতা দেখছি। সরকারের একজন উপদেষ্টা এক রকমের কথা বলেন।

আরেক উপদেষ্টা আরেক রকমের কথা বলেন। আমরা বলতে চাই এই সরকারের যেমন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তেমনি এই সরকারের সমন্বয়হীনতা আমরা দেখতে চাই না। প্রতিটি পদে পদে বিএনপিসহ গণতান্ত্রিক শক্তির সঙ্গে আপনারা আলোচনা করুন।  

আপনারা কখনও দেশ পরিচালনায় আসেননি বলে আপনাদের যে সমন্বয়হীনতা, আমরা সেটাকে সমর্থন দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে সেটা সফল করবো। কিন্তু কোনোভাবেই আপনারা নিজেদের অসহায় মনে করবেন না। আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি মনে করেন আপনাদের অবারিত সময় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আপনারা যত দ্রুত সম্ভব, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিন।  

আপনাদের সেই সময় আমরা দেব, জনগণও দেবে। কিন্তু আপনারা যদি (অন্তবর্র্তীকালীন সরকার) নির্বাচিত সরকারের মতো পাঁচ বছর থাকার চেষ্টা করেন, সেটা ভুল হবে। সেটা দেশের জন্য বিপর্যয়ের হবে।  

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা অ্যাডভোকেট বার সমিতির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যৌক্তিক সময়ের কথা বলছি। যৌক্তিক সময়ের পরেই নির্বাচন দেবেন। যে সার্চ কমিটি করেছেন, সেই সার্চ কমিটির মধ্য দিয়ে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনে অস্থিরতা দেখছি। প্রশাসনের ভেতরে অস্থিরতা দূর করুন। আইনশৃঙ্খলা বাহিনীর অসহযোগিতা দেখছি, আইনশৃঙ্খলা বাহিনীর অস্থিরতা দূর করুন। দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চোখে পড়ছে। দেশ বিদেশের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ আছি।

প্রফেসর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি সেই ষড়যন্ত্র মোকাবিলার জন্য সারাবিশ্বে যে দূতাবাসগুলো আছে সেই দূতাবাসগুলোকে কাজ করতে বলুন। যে দূতাবাসগুলো নিষ্ক্রিয় অবস্থায় আছে, সেই দূতাবাসের লোকগুলোকে পরিবর্তন করুন।  

আহমেদ আযম বলেন, একটা দেশে যাওয়ার কারণে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার শিকার হতে হয়েছে। এরকম দ্বিতীয় ঘটনা আমরা দেখতে চাই না। সেজন্য আপনাদের বলবো, আপনাদের যে গতি, সেটা অনেক বাড়াতে হবে। আপনারা দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপে যেন নয় মাস বা এক বছরের ওপরে সময় না যায়। জনগণ তাহলে হতাশ হয়ে পড়বে তখন আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আমরা আপনাদের ব্যর্থতা চাই না। আপনাদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার আসবে। আপনারাও সম্মানের সঙ্গে বিদায় নেবেন।

তিনি বিগত বছরের বিষয় তুলে ধরে বলেন, গণতন্ত্র ও নির্বাচনের কথা বলায় দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এছাড়াও গণতন্ত্র ও নির্বাচনের কথা বলাতে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। তারপরও বিএনপি দমে যায়নি। ৫ আগস্টের যে অভ্যুত্থান, এর পেছনের নায়ক তারেক রহমান। এই অভ্যুত্থানের ৪২২ জন বিএনপির নেতাকর্মী শাহাদত বরণ করেছেন। এছাড়াও গত ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের রক্তে রাজপথ রাঙানো থাকতো। তারপরও বিএনপির নেতাকর্মীরা পিছু হটেনি।

সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত।  

জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।