ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের মতো শাসনব্যবস্থা আর আসতে দেওয়া হবে না: বাবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আ.লীগের মতো শাসনব্যবস্থা আর আসতে দেওয়া হবে না: বাবুল

ফরিদপুর: আওয়ামী লীগের মতো স্বৈরাচার শাসন ব্যবস্থা বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।  

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোনাগ্রামে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, আওয়ামী লীগ উচ্ছেদ হয়েছে ঠিকই, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে, তারা নানা ষড়যন্ত্র করছে এখনো। তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, অনেক লড়েছি, আর আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা মৃত্যুর কাছ থেকে মৃত্যুকে জয় করতে শিখেছি।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্ল্যা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইয়াদ, অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।  

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।