ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

তারেক রহমানকে ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে: মুন্না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
তারেক রহমানকে ফিরিয়ে আনতে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে: মুন্না

ফরিদপুর: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি।

তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।  

ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না একথা বলেন।  

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে সারাদেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এ সভা অনুষ্ঠিত হয়।  

এ সময় মোনায়েম মুন্না বলেন, এখনো দেশনেত্রী খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার করা হয় নাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে তাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

মোনায়েম মুন্না আরও বলেন, বিএনপি নেতাদের ফোন ট্র্যাক করে যেভাবে তাদের ধরতেন, সেইভাবে কেনো আওয়ামী লীগের নেতাদের ধরছেন না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গুণ্ডারা এখনো ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।

তিনি বলেন, এই ফরিদপুরে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবের জন্ম। এই ফরিদপুরে শেখ পরিবারের যেসব রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, লিটন চৌধুরীই বলেন আর নিক্সন চৌধুরীই বলেন, তারা সবাই অহংকারী।  

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবী সম্পাদক মামুন হাশেমী দিপু, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বোরহানউদ্দিন সৈকত।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান, সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি মনিব হাসান সোহাগ প্রমুখ।  

বক্তারা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় জেলা ও মহানগরসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন কমিটির শীর্ষ নেতারা যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।