ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: কাইয়ুম চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে: কাইয়ুম চৌধুরী

সিলেট: খুনি ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সব অপকর্মের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখতে দেশে নির্বিচারে গুম-খুন চালিয়েছে।

রাষ্ট্রের টাকা বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ দেশে গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন ভারতে বসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত করছে।  

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের দক্ষিণ সুরমার চন্দ্রিপুল ও নর্থইস্ট হাসপাতাল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘ দিন দেশে গণতন্ত্র ছিল না। মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। তাই জনগণ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়। তাই আমরা প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বি, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, আফরোজ মিয়া, সাহিন আহমদ, রাসেল আহমেদ, নুরুল ইসলাম, মোহাম্মদ আব্বাস, ইয়াসিন আহমদ ফাহিম, শাহ অলীদ, রাসেল আহমদ, আবু সালেহ, ইমরান আলী এনাম, মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এনইউ/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।