টাঙ্গাইল: ২০২৪ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটি কোনো কর্মসূচি পালন করতে পারছে না। একই অবস্থায় অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর।
৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে শহরের নিরালার মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি নিরালার মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলুর রোড দিয়ে চলে যায়। এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্রলীগের এমন কর্মসূচিতে এলাকায় আতঙ্ক ছড়ায়। তবে স্থানীয় লোকজন যেকোনো পরিস্থিতি ঠেকিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন বলে জানা গেছে।
তারা জানান, হঠাৎ করেই কয়েকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে আসে। তবে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। সংগঠনের কাউকেই পাওয়া যায়নি। এমনকি তাদের কোথাও দাঁড়ানোর সুযোগ নেই। এ বিষয়ে আমরা তৎপর রয়েছি।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমজে