ঢাকা: দৈনিক নয়াদিগন্ত কার্যালয়ে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ২টায় দৈনিক নয়াদিগন্ত কার্যালয়ে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন লাগিয়ে একটি নোয়া মাইক্রোবাস এবং প্রেসের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ কাগজের বান্ডিল ভষ্মিভূত করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
অবিলম্বে দৈনিক নয়াদিগন্ত কার্যালয়ে আগুন জ্বালিয়ে ব্যাপক ক্ষতিসাধনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানান।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
এমএম/জেডএম