ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

জামায়াতের ঢাকা মহানগর আমীরের জামিন লাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
জামায়াতের ঢাকা মহানগর আমীরের জামিন লাভ

ঢাকা: ছয়টি পৃথক মামলায় পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খানকে জামিন দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে কেন স্থায়ী ভিত্তিতে জামিন দেওয়া হবে না এই মর্মে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।



মঙ্গলবার বিচারপতি শরীফ উদ্দীন চাকলাদার ও বিচারপতি মো. ফজলুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত ২০ও ৩০ জুন এবং ০৩ জুলাই পল্টন থানায়, গার্মেন্টস শ্রমিকদের গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাফরুল থানায় এবং  ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা করা হয়।

মঙ্গলবার রফিকুর ইসলাম খান আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এদিন রফিকুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ফরিদ উদ্দিন খান।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।