ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

৩ দিনের রিমান্ড শেষে নিজামী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
৩ দিনের রিমান্ড শেষে নিজামী কারাগারে

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

জামায়াতের শীর্ষ এ নেতার বিরুদ্ধে ডিএমপি’র কদমতলী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুুবুর রহমান নিজামীকে তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন।

নিজামীর পক্ষে অ্যাডভোকেট আবদুর রাজ্জাক জামিন আবেদন করলে মহানগর হাকিম একেএম এমদাদুল হক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ জুলাই মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপী নিজামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। নিজামী অন্য মামলায় রিমান্ডে থাকায় এতোদিন তাকে মামলাটিতে রিমান্ডে নেওয়া যায়নি।


আসামিপরে আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় নিজামীকে গত ২৯ জুন গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নিজামীর রিমান্ড মঞ্জুর হওয়া ৬টি মামলার সবক’টিতেই তাকে রিমান্ডে নেওয়া হলো।


বাংলাদেশ সময়: ১৪৪৫ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।