ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

তিন মামলায় মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
তিন মামলায় মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন

ঢাকা: গাড়ি ভাঙচুর ও পোড়ানোর তিন মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

পাশাপাশি তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না এই মর্মে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে।



বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের আগে-পরে গাড়ি ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগে গত ২৬ জুন ও ২৭ জুন রমনা, পল্টন ও মতিঝিল থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ওই তিনটি মামলা দায়ের করে পুলিশ।

মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।