ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

চট্টগ্রামে ২৪ শিবিরকর্মীসহ জামায়াত নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের খুলশি থানার দেড়শ গজের মধ্যে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট ‘তাবা’য় অভিযান চালিয়ে দক্ষিণ জেলার নায়েবে আমীর মফিজুর রহমানসহ আরও ২৪ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় আরও প্রায় দেড়শজন পালিয়ে যায় বলে পুলিশ জানায়।



খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘গ্রেপ্তাকৃতরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তাবা রেস্টুরেন্টে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে পাঁচটায় পুলিশ সেখানে অভিযান চালায়। ’

এদিকে আটককৃতদের দাবি, ডিএনএ কোচিং সেন্টারের নবীনবরণ উপলক্ষে তারা ওই রেস্টুরেন্টে হাজির হয়েছিলেন।  

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আটককৃত কয়েকজনের মোবাইল ফোনে ক্ষুদেবার্তার (এসএমএস) মাধ্যমে গোয়েন্দা পুলিশের অবস্থান সম্পর্কে পরস্পরকে সতর্কবার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। সবার মোবাইল ফোনের ক্ষুদেবার্তায় ‘নির্দেশ অনুযায়ী জড়ো হও, সাথে ৮/১০টা করে পাথর রাখবে’ ‘মিছিল হবে, সিঙ্গাপুর  মাকের্টের সামনে বিকেল চারটায় জড়ো হবে’ এবং ‘আমাদের বেশ কজন গ্রেফতার হয়েছে, মোড়ে মোড়ে গোয়েন্দা পুলিশ’ ইত্যাদি লেখা ছিল।

০১৬১০৩৬৫৬৫৬ নাম্বার থেকে এসব ক্ষুদেবার্তা শিবিরকর্মীদের উদ্দেশ্যে পাঠানো হয় বলেও পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান।

আটক হওয়া জামায়াত নেতা মফিজুর রহমান বলেন, ‘আমি ৩০ বছর ধরে শিক্ষকতা পেশায় আছি। তাই আজকের অনুষ্ঠানে তারা আমাকে অতিথি করেছে। ’

হেলাল উদ্দিন নামে একজন নিজেকে ডিএনএ কোচিং সেন্টারের পরিচালক দাবি করে বলেন, ‘গত ২১ জুন থেকে কোচিং সেন্টারের নতুন ব্যাচের কাস শুরু হয়েছে। নতুন ছাত্রদের বরণ করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধসহ অন্য ধর্মালম্বী ছাত্র ও অনেক ছাত্রী উপস্থিত ছিল। কিন্তু পুলিশ তাদের ছেড়ে দিয়ে আমাদের গ্রেপ্তার করে শিবিরকর্মী বলে চালিয়ে দিচ্ছে। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নাসির উদ্দিন সজল বলেন, ‘আমি প্রতিষ্ঠানটির গ্রাফিক্সের কাজ করে থাকি। নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছি। ’

গ্রেপ্তারকৃত অন্যরা হলেনÑ শাহেদুল করিম (২৪), মোহাম্মদ ইকবাল (২৩), শরীফুল ইসলাম (২২), এহসানুল হক (২২), মামুনুর রশীদ (২১), রাসেল (২২), আসাদুল আল গালিব (২৩), মোহাম্মদ আফসার (২৩), সারোয়ার (২৩), আলী হায়দার (২২), নূরে আজম (২৩), আবু সায়েম (২২), রেজায়ানুর রাকিব (২৩), শাহাবুদ্দিন (২০), সাফায়েত (২১), মোহাম্মদ মুছা (২১), আবদুল করিম (২১), রাশেদ (২১), আলী মর্তুজা (১৯), সাইদুর রহমান (২৫), নিজাম (২৩) ও আবদুল্লাহ (২০)।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।