ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সাতীরায় আটক ‘দিগন্ত’ টিভির প্রতিনিধিকে ছেড়ে দেওয়া হয়েছে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০

সাতীরা: সাতীরায় জামায়াতবিরোধী গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে দিগন্ত টেলিভিশনের সাতীরা প্রতিনিধি মুহা. জিল্লুর রহমানকে চাহিবামাত্র হাজির করার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।

জিল্লুর রহমান শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

তিনি শহরের পুরাতন সাতীরা এলাকার ইউনুস আলীর ছেলে। তবে তাকে আটকের তিন ঘণ্টা পর রাত সাড়ে তিনটার দিকে তার বড় ভাই মিজানুর রহমানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, জিল্লুর রহমান শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। অসুস্থতার কারণে তার ভাইয়ের জিম্মায় তাকে চাহিবামাত্র হাজির করার শর্তে জামিন দেওয়া হয়।

এছাড়া আরও দুই জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে জেলা জামায়াতের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন শহরের পুরাতন সাতীরার মৃত শেখ লুৎফর রহমানের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও একই এলাকার আবুল হাসানের ছেলে নুরুল ইসলাম (৫৫)।

গ্রেপ্তারকৃতদের ওই দু’জনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডসহ সরকারবিরোধী জনমত তৈরির অভিযোগ আনা হয়েছে।

সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad