ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

দেশে এখন ক্রান্তিকাল চলছে- খন্দকার মাহবুব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

ঢাকা: দেশে এখন এক ধরনের ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

রোববার সুপ্রিমকোর্টের ২ নম্বর হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



খন্দকার মাহবুব আরো বলেন, ‘দেশে গুপ্তহত্যা চলছে। চৌধুরী আলম অপহৃত হয়েছেন। একটি স্বাধীন দেশে একজন নাগরিক নিখোঁজ, অথচ সরকার তার কোনো খোঁজ দিতে পারছে না। ’

তিনি আরো বলেন, ‘যে সরকার জানমালের নিরাপত্তা দিতে পারেনা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে না সেই সরকার ব্যর্থ। আমরা কোনো ব্যর্থ সরকার দেখতে চাই না। ’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বদরুদদোজা বাদল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সহ বিএনপি পন্থী আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।