ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মঙ্গলবার সিসিসি’র দায়িত্ব নিচ্ছেন মনজুর

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
মঙ্গলবার সিসিসি’র দায়িত্ব নিচ্ছেন মনজুর

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এম. মনজুর আলম মঙ্গলবার সকাল ১১টায় দায়িত্ব নিচ্ছেন। নতুন এ মেয়রকে বরণ করতে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।



মেয়রের পিএস আব্দুর রহিম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘সকাল ১১টায় দায়িত্ব নেওয়ার আগে মেয়র তার বাবা-মা এবং সুফীসাধক আমানত শাহ’র মাজার জেয়ারত করবেন। নগর ভবনে খতমে কোরআন মাহফিল ও মোনাজাতে অংশ নেওয়ার পর তিনি দায়িত্ব বুঝে নেবেন। ’

এদিকে ১৭ বছর পর নতুন একজন মেয়রকে বরণ করতে নগর ভবনে এখন চলছে সাজ সাজ রব। মেয়রকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, সিটি কর্পোরেশন শ্রমিক সংস্থাসহ বিএনপি সমর্থক বিভিন্ন সংগঠনের ব্যানার শোভা পাচ্ছে নগর ভবনে।
 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো.কামরুজ্জামান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘মেয়রের দায়িত্ব গ্রহণ উপলে সংবর্ধনার আয়োজন করা হয়নি। তবে কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে কেউ সংঘবদ্ধভাবে মেয়রকে অভিনন্দন জানাতে পারবেন। ’

গত ১৭ জুন অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম. মনজুর আলম প্রায় ৯৫ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র মনজুরকে শপথ পাঠ করান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।