ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

সর্বদলীয় সংসদীয় কমিটিতে নাম দেওয়ার সিদ্ধান্ত নিতে বিএনপি’র বৈঠক বসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

ঢাক: সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটিতে নাম দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার রাতে দলের ছয় জ্যেষ্ঠ নেতা ও আইন বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রাত ৮ সাড়ে টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।



বৈঠকের কথা নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আগে বৈঠকে বসি তারপর বলতে পারবো কী সিদ্ধান্ত নেব। এ বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে ম্যাডামের ওপর। আমাকেও যেতে বলা হয়েছে, বৈঠকে আমি যাবো। ’

বৈঠকে উপস্থিত থাকবেন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, সালাহউদ্দিন কাদের চৌধুরী ও এম কে আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।