ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নিখোঁজ শিবির নেতার সন্ধানে স্বরাষ্ট্র সচিবসহ ৭ জনকে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ঢাকা: ১৪ জুলাই সাদা পোশাকের পুলিশের হাতে আটক ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক গোলাম মর্তুজাকে আদালতে হাজির করতে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

বুধবার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।



গোলাম মর্তুজার ভাই আবু কায়সার মোহাম্মদ শামসুজ্জামান গত রোববার এক রিটে বলেন, গত ১৪ জুলাই পল্টন থেকে ধানমণ্ডি যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে আটক করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ রিটের পরিপ্রেক্ষিতে বুধবার শুনানি নিয়ে আদালত স্বরাষ্ট্র সচিবসহ সরকারের উর্ধ্বতন সাত কর্মকর্তার রিরুদ্ধে গোলাম মর্তুজাকে এক সপ্তাহের মধ্যে কেন আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না এবং তাকে আইনবহির্ভূতভাবে আটক রাখা হয়নি তা নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন।

অন্য কর্মকর্তারা হচ্ছেন পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

রিটের শুনানিতে আবেদনকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।