ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আরেকটি মামলায় মিলনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

ঢাকা: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মারধরের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার জামিন লাভ করেছেন।

শুনানি শেষে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি আতাউর রহমান খান জামিন আবেদন মঞ্জুর করেন।



বিএনপি সরকারের শাসনামলে ভাইকে মারধরের অভিযোগে গত ২২ জুন জনৈক হাজেরা খাতুন চাঁদপুরের কচুয়া থানায় মিলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এহছানুল হক মিলনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, এ মামলায় জামিনের ফলে মিলনের মুক্তি পেতে কোনো বাধা নেই।

এনিয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ১৪টি মামলায় জামিন পেলেন।
 
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

বাংলাদেশ সময় ২০৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।