ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সংবিধান পরিবর্তনের নৈতিক অধিকার নেই আ. লীগের: দেলোয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১০
সংবিধান পরিবর্তনের নৈতিক অধিকার নেই আ. লীগের: দেলোয়ার

ঢাকা: বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, সংবিধান পরিবর্তনের কোনো নৈতিক অধিকার নেই অবৈধ আওয়ামী লীগ সরকারের।

বৃহস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



তিনি বলেন, ‘সরকার সংবিধানের ৫ম সংশোধনী বা ৮ম সংশোধনী বাতিল করবে নাকি ’৭২-এর সংবিধানে ফিরে যাবে, নাকি নতুন কিছু সংযোজন করবে তা জাতির কাছে অস্পষ্ট। তারা যা করছে গায়ের জোরেই করছে। ’

১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার একটি বিশেষ কমিটি গঠন করেছিল। তারই আদলে সরকার গতকাল (বুধবার) এই বিশেষ কমিটি করেছে বলে তিনি জানান।

সর্বদলীয় সংসদীয় কমিটির পরিবর্তে বিশেষ কমিটি গঠনের বিষয়টিকে দেলোয়ার সংবিধান সম্মত বললেও এই উদ্যোগের পেছনের কারণ অস্পষ্ট বলে মন্তব্য করেন।

এদিকে, আগামী ২৫ জুলাই বিএনপির পল্টনের অনশন কর্মসূচি পালনে এখনো সরকারের অনুমতি পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ বিষয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘২৫ জুলাই পল্টনে অনশন কর্মসূচির জন্য অনুমতি দেওয়া না হলে যদি কোনো অনাকাক্সিত ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। ’

নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে বিএনপিই লুকিয়ে রেখেছে বলে গতকাল সরকারের তিন প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় দেলোয়ার বলেন,  ‘তাদের মস্তিস্ক এতই উর্বর যে এতদিন পর বিরোধী দলের উপর দায় চাপানোর একটি বুদ্ধি বের করেছে। এতে বোঝা যায় তারাই এ ঘটনার সঙ্গে জড়িত। ’

এ সময় অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন, আমানউল্লাহ আমান ও সালাহউদ্দিন আহমেদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ২২ জুলাই, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।