ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

১৯ দিনের রিমান্ড শেষে মুজাহিদ কারাগারে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

ঢাকা: পৃথক ৬টি মামলায় ১৯ দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম কামরুন্নাহার রুমী তার জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।



উত্তরা ষড়যন্ত্র মামলার ৩ দিনের রিমান্ড শেষে আজ নিজামীকে কোর্ট হাজতে আনা হলেও শুনানীর সময় আদালতে নেওয়া হয়নি।

ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে দায়ের হওয়া মামলার গ্রেপ্তারি পরোয়ানা মূলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ২৯ জুন  গ্রেপ্তার করা হয়। তবে এ মামলায় তিনি জামিনে আছেন।

৩০ জুন রাষ্ট্রপতির গাড়ি বহরে বাধা, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানার ৩টি মামলায় মোট ৯ দিন, উত্তরা থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ৩ দিন ও হরতালে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে দায়ের হওয়া রমনা থানার মামলায় ৪ দিন ছাড়াও ১৫ জুলাই পল্লবী থানার গণহত্যা মামলায় ৩ দিনসহ মোট  ১৯ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

৬টি মামলায় মোট ৫৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

তার পক্ষে জামিনের আবেদন করেন এডভোকেট আব্দুর রাজ্জাক, কামালউদ্দিন আহমেদপ্রমুখ আইনজীবী।

রাষ্ট্রপক্ষে তার জামিনের বিরোধিতা করেন, বিশেষ পাবলিক প্রসিকিউটর কামরুল হাসান খান আসলাম, আজাদ রহমান প্রমুখ আইনজীবী।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।