ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হরতাল ছাড়া বিরোধী দলের উপায় থাকবে না: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০
হরতাল ছাড়া বিরোধী দলের উপায় থাকবে না: ফখরুল

ঢাকা: সরকার গণতান্ত্রিক প্রতিবাদের পথ বন্ধ করে বিরোধী দলকে হরতাল কর্মসূচির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর এ অভিযোগ করেন।



মির্জা ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক প্রতিবাদের সব পথ বন্ধ করে দিয়ে সরকারই অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তারা চায় না দেশ স্থিতিশীল থাকুক, বিরোধী দল নিয়মতান্ত্রিক কোনো আন্দোলন করুক। তারা যেভাবে নির্যাতন করেই চলেছে তাতে হরতাল কর্মসূচি দেওয়া ছাড়া বিরোধী দলের আর কোনো উপায় থাকবে না। ’

সরকারের আচরণে বিরোধী দল উদ্বিগ্ন বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার হরতাল, মানববন্ধন পালনে বাধা দিয়েছে। গণঅনশন কর্মসূচির জন্য পল্টন ময়দান বরাদ্দ দেয়নি। প্রতিবাদে আমরা ম্ক্তুাঙ্গনে সভা ডেকেছি। ’

ফখরুল বলেন,‘তারা দলীয়ভাবে সংবিধান সংশোধন করছে আরও একবার বাকশাল কায়েম ও গণতন্ত্রের পথ বন্ধ করার জন্য। ’

যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্যই বিরোধী দল আন্দোলন করছে বলে এক মন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমাদের আন্দোলন জনস্বার্থে। যুদ্ধাপরাধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ’

এ সময় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাউয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।