ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাজনীতি

কালুখালীর ইউনিয়ন উপ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কালুখালীর ইউনিয়ন উপ নির্বাচনে আ’লীগ প্রার্থী জয়ী

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৪নম্বর মাজবাড়ী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী কাজী শরিফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম শাহিন তালা প্রতীক নিয়ে ১ হাজার ৮১৩ ভোট পেয়েছেন।



রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ।

এ উপ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হয়ে ভোটের যুদ্ধে লড়াই করেন ৪জন প্রার্থী। প্রার্থীরা হলেন, কাজী শরিফুল ইসলাম (আনারস), সাইদুল ইসলাম শাহিন (তালা প্রতীক), আরিফুল হাবীব মিল্টন (দোয়াত-কলম), শহিদুর রহমান (মোটরসাইকেল) প্রতীক।

আরিফুল হাবীব মিল্টন দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট এবং  শহিদুর রহমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৮ ভোট।

মাঝবাড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৮৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৫০৬ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৩৪৮ জন। মোট কেন্দ্র ৯ এবং কক্ষ সংখ্যা ৩৮টি।

চলতি বছরের ১৯ মে অনুষ্ঠিত হয় রাজবাড়ীর নবগঠিত কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে তৎকালিন মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে অংশ নিয়ে বিজয়ী হন। যে কারণে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়। আর এ শূন্য পদেই ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এ উপ নির্বাচন।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।