ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে মিছিল

আজিমপুর ও নিউমার্কেটে আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
আজিমপুর ও নিউমার্কেটে আটক ৪ ছবি: কাশেম হারুন/ বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীর আজিমপুর ও নিউমার্কেটের সামনে পৃথক পৃথক মিছিল বের করেছে বিএনপি। এ সময় মোট ৪ জনকে আটক করেছে পুলিশ।



সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এসব ঘটনা ঘটে।

হরতালের সমর্থনে আজিমপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ১৫/২০ জনের একটি দল মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় এনায়েত উল্লাহ খান(৪৩) নামে বিএনপির এক কর্মীকে আটক করে লালবাগ থানা পুলিশ।

লালবাগ থানার ডিউটি অফিসার (এসআই) আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, বিএনপির একটি দল হরতালের নামে নাশকতা করার চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। এ সময় একজনকে আটক করা হয়।

অন্যদিকে একই সময় বিজিবি সদর দফতরের ৩ নম্বর আইয়ুব আলী গেটে হরতাল সমর্থনকারীরা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নিউমার্কেট এলাকা থেকে আটক হন তিনজন। আটককৃতরা হলেন সাদত হোসেন(২৯), সাইফুল ইসলাম(৪০) ও আবদুস সালাম (৪৫)।

নিউমাকের্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

** ধোলাইখাল-কাঠেরপুলে শিবিরের মিছিল-আগুন
** হরতালের পক্ষে খুলনায় ২০ দলের মিছিল
** রাজধানীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল, আটক ৪
** দয়াগঞ্জে হরতালের সমর্থনে ককটেল বিস্ফোরণ
** সিলেটে ২০দলের নিরুত্তাপ হরতাল
** নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা, সতর্ক পুলিশ
** ২০ দলীয় জোটের হরতাল শুরু
** রাজধানীর বেইলি রোডে হরতাল সমর্থনে মিছিল
** ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আজকের এ হরতাল
** রাজধানীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল, আটক ৪
** নয়াপল্টনে দুই সন্দেহভাজন আটক
** না.গঞ্জে হরতাল সমর্থনে মিছিল, পুলিশের বাধা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।