ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৭ কর্মী আটক

জয়পুরহাট: ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জয়পুরহাটের তিন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৮ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিদের মধ্যে পাঁচবিবি উপজেলায় তিনজন, কালাইয়ে দুই ও আক্কেলপুর উপজেলায় দুইজন রয়েছে।  

এদিকে, সোমবার সকাল থেকে হরতাল সফল করতে জোটের নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করছে।

সকাল সাড়ে ৮টায় জয়পুরহাট-বগুড়া সড়কের ন্যাশনাল ব্যাংকের সামনে টায়ারে আগুন জ্বালাতে গেলে পুলিশি বাধায় নেতাকর্মীরা পালিয়ে যায়।

হরতালের কারণে জেলা শহর কিংবা উপজেলায় ভারী কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও হালকা যানবাহনও বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমান চন্দ্র কর্মকার জানান, সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।