ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে নাশকতার আশঙ্কায় ফেনীতে আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হরতালে নাশকতার আশঙ্কায় ফেনীতে আটক ৮ ছবি: প্রতীকী

ফেনী: ২০ দলীয় জোটের ডাকা সোমবারের (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালে নাশকতার আশঙ্কায় ফেনীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) গভীররাতে এ অভিযান চালানো হয়।



ফেনী জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

আটক ব্যক্তিদের মধ্যে ফেনী জেলা ছাত্রদলের কর্মী কামরুল ইসলাম (২৮), হাসান (২৫), মোহাম্মদ কামরুল (৩২), নবম শ্রেণির ছাত্র ইব্রাহিম (১৬), ছাগলনাইয়ার বিএনপি কর্মী মোহাম্মদ ফখরুল (৪৫) ও দাগনভূঞাঁর জামায়াত কর্মী ইব্রাহিম (৩০) রয়েছেন।
 
এদিকে, হরতালকে কেন্দ্র করে নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।
 
শহরের ট্যাংক রোড, এসএসকে রোড, জামায়াত অধ্যুষিত শান্তি কোম্পানি রোড ও মহিফাল এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।