ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে হরতাল সমর্থনে মিছিল, পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
না.গঞ্জে হরতাল সমর্থনে মিছিল, পুলিশের বাধা

নারায়ণগঞ্জ: গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পৃথক মিছিল বের করে নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় মিছিলে বাধা দেয় পুলিশ।

তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের নিতাইগঞ্জ ও এর আশপাশ এলাকা থেকে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও মহানগর যুবদলের ব্যানারে একটি মিছিল বের হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব মিছিলের নেতৃত্ব দেন।

এছাড়া মহানগর যুবদলের ব্যানারেও পৃথকভাবে আরো একটি মিছিল বের হয়। মহানগর ছাত্রদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশো, ছাত্রদল নেতা রিয়াদ ও আপনের নেতৃত্বে মিছিল থেকে হরতালের পক্ষে স্লোগান দেওয়া হয়।

মিছিল তিনটি শহরের মন্ডলপাড়া যাওয়ার সময়ে পুলিশ বাধা দেয়। পরে মিছিল আবারো নিতাইগঞ্জ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, প্রচণ্ড শীত উপেক্ষা করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করে হরতালের জন্য মাঠে থাকাটাই প্রমাণ করে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের প্রতি অনুগত।

মিছিলে বন্দর থানা বিএনপি নেতা হাজী নুরুদ্দিন, পনেছ, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রানা মুজিব, জুয়েল রানা, বিএনপি নেতা নুরুল হক চৌধুরী দিপু, মাহবুব হাসান জুলহাস প্রমুখ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল বলেন, ‘আমরা কোনো ধরনের সহিংস আন্দোলনে যাবো না। সকালে শান্তিপূর্ণ মিছিল করার সময় পুলিশ বাধা দিয়েছে। ’

মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এতো শীতের মধ্যেও নারায়ণগঞ্জ শহর ছাড়াও বন্দর, সিদ্ধিরগঞ্জ থেকেও প্রচুর নেতাকর্মী সকালে মিছিল করেছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, অপ্রীতিকর ঘটনা রোধেই বিএনপির নেতাকর্মীদের মিছিল করতে দেওয়া হয়নি।

এদিকে হরতালে নারায়ণগঞ্জ থেকে গণপরিবহন কম চলাচল করছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।

বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।