ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেট মহানগর বিএনপির আহবায়কসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সিলেট মহানগর বিএনপির আহবায়কসহ আটক ৩ ছবি: প্রতীকী

সিলেট: সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা দুই ছাত্রদল কর্মীকেও আটক করা হয়।

আটককৃত ছাত্রদলকর্মীরা হলেন- সুমন চক্রবর্তী ও জুয়েল আহমদ।
 
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিলেটে নিরুত্তাপভাবে চলছে। সকাল পৌনে ৮টায় নগরীর কাজিটুলা এলাকায় পৃথক ঝটিকা মিছিল বের করে ছাত্রদল ও ছাত্রশিবির। এসময় তাদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও রাস্তায় অবরোধ করা হয়।

এছাড়া নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর থেকেই নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে গাড়ীযোগে টহল দিচ্ছেন তারা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট সোমবার (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।