ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালে  রাজধানীর সেগুনবাগিচায় কয়েকটি ককটেল বিস্ফোরণ করেছে ছাত্রদল কর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, সেগুনবাগিচার বারডেমের গলিতে ১০-১২জন ছাত্রদল কর্মী মিছিল শেষে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। তবে ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।