ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: মায়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে: মায়া মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

ঢাকা: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, এ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। খালেদার হরতালে মানুষ সাড়া দেয়নি।

মানুষ কেনই বা এ হারতালে সাড়া দেবে?

সোমবার (২৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতাল বিরোধী এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট।

সকাল ৯টার পর থেকে বিভিন্ন এলাকা থেকে হরতাল বিরোধী খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠানের নেতাকর্মীরা। সেখান থেকে তারা আবার গুলিস্তান, জিরো পয়েন্ট ও পল্টন এলাকায় মিছিল করে আবার সমাবেশস্থলে আসে।

মায়া খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আপনি তো ডাইনি, মানুষ খুন করেন। বোমা মেরে মানুষ হত্যা করেন। মানুষ আপনার ডাকে সাড়া দেবে কিভাবে? আপনি পাগল না-কি? এ অবস্থায় আপনি মানুষের সমর্থন আশা করেন। খালেদা জিয়া হরতাল হরতাল করতে নিঃস্ব হয়ে যাবে।

সমাবেশে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশে সুষ্ঠ রাজনীতির জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার। আর এর জন্য খালেদা-তারেককে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে আপনারা পার পাবেন না।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।