ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালের সমর্থনে বরিশালে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
হরতালের সমর্থনে বরিশালে মিছিল

বরিশাল: হরতালের সমর্থনে বরিশালে মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর নাজিরের পুল এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়।

পরে সেখান থেকে বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়।

মিছিলটি জেল খানার মোড় হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। মিছিলটি নিয়ে আর সামনে অগ্রসর হতে না পেরে সেখানেই সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল চলাকালে পুরো সদর রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সতর্কাবস্থায়।

নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য শহরজুড়ে টহল দিচ্ছে।

নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, মাহেন্দ্রা চলাচল করছে। এছাড়া অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। তবে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো গাড়ি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।