ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা, ৭ পিকেটার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
চাঁদপুরে ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা, ৭ পিকেটার আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর শহরে হরতালের সমর্থনে ছাত্রদল মিছিল বের করলে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পিকেটিংকালে বিএনপির সাত কর্মীকে আটক করা হয়েছে।



সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের জোড়পুকুর পাড় থেকে ছাত্রদলের মিছিলটি একশ’ হাত দূরে যেতেই পুলিশ তাতে বাধা দেয়। এসময় নেতাকর্মীরা পিছু হটে যায়। একই সময়ে চাঁদপুর শহরের পুরানবাজার নতুন বাজার ব্রিজের ওপর কয়েকটি ট্রাক ভাঙচুর করে পিকেটাররা।
এদিকে, হরতালে পিকেটিংয়ের সময় সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাবুরহাট ও ট্রাকরোড থেকে বিএনপির সাত কর্মীকে আটক করে পুলিশ।

এর আগে নাশকতার আশঙ্কায় চাঁদপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের আট কর্মীকে আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফার বাংলানিউজকে জানান, সোমবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিএনপি-জামায়াতের মোট ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।