কুমিল্লা: ২০ দলে ডাকা দেশব্যাপী সোমবারের (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার ভোর ৬টায় বিজিবি মোতায়েন করা হয়।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নগরীতে দুই প্লাটুন এবং চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ উপজেলায় এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪।