ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নলছিটিতে বাসে আগুন, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
নলছিটিতে বাসে আগুন, আটক ৬

ঝালকাঠি: বরিশাল-ঝালকাঠি সড়কের নলছিটি উপজেলার রায়াপুরের বটতলায় একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসময় বাসে কোনো যাত্রী ছিলনা।



সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে জানান, উপজেলার বটতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে গ্রেফতার করতে না পারলেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

অন্যদিকে, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।

এছাড়া হরতালের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হরতালের পক্ষে রোববার রাতে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বের হলেও সকাল থেকে কাউকে রাস্তায় দেখা যায়নি। হরতালের বিপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে।

দূরপাল্লার বাস বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রূটে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।