রাজশাহী: রাজশাহীতে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর শহীদ কামারুজ্জামান চত্বরে বোয়ালিয়া থানা যুবলীগের উদ্যোগে এ মিছিল ও সমাবেশ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান বলেন, আন্দোলন কাকে বলে আমাদের (আওয়ামী লীগ) কাছে শিখুন। যে দল পুলিশ দেখলেই উল্টো পায়ে দৌঁড় দেয়, তাদের দিয়ে কোনো আন্দোলনই হবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু।
পরে হরতাল বিরোধী একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান খোলতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪