রাজশাহী: দীর্ঘ আট বছর পর রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মহানগরীর বড়কুঠিতে মুন কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাফিয়া খাতুন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড নারীদের মাঝে তুলে ধরে তাদের সচেতন করার জন্য মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আখতার জাহান ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পিনু খান এমপি।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪