ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইসিতে হালনাগাদ তথ্য দিলো ১৩টি রাজনৈতিক দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ইসিতে হালনাগাদ তথ্য দিলো ১৩টি রাজনৈতিক দল

ঢাকা: চাহিদার প্রেক্ষিতে ১৩টি দল নির্বাচন কমিশনে (ইসি) হালনাগাদ তথ্য দিয়েছে। বুধবার তথ্য জমা দেওয়ার শেষ দিন।


 
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা থেকে জানা গেছে, গত ৭ ডিসেম্বর দেশের ৪০টি দলের কাছে হালনাগাদ তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছিলো।

ওই চিঠিতে দলের সভাপতি, মহাসচিবের নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর, ই-মেইল প্রভৃতি তথ্য চেয়েছিলো ইসি। সে মোতাবেক ১৩টি রাজনৈতিক দল মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  পর্যন্ত তথ্য দিয়েছে।

হালনাগাদ তথ্য দেওয়ার মধ্যে রয়েছে- কৃষক শ্রমিক জনতা লীগ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, গণফোরাম, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ ন্যাপ, বিজেপি, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি (এরশাদ) ও জাতীয় পার্টি (জেপি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, যে কোনো সময় তথ্য দেওয়ার জন্য দলগুলোকে নির্দেশ দিতে পারে ইসি।
 
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।