বগুড়া: মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলায় ফাঁসির আদেশের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও পথসভা করেছে দলটির বগুড়া শহর শাখা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তারা এ কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শী ও বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ বেগ বাংলানিউজকে জানান, মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় শহরের বড়গোলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন তারা।
কর্মসূচি চলাকালে বগুড়া শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, জামায়াত নেতা শাহীন মিয়া, জাকির হোসেন সেলিম, শিবির নেতা সাব্বির শাহরিয়ার শুভ, মুতাসিম বিল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪