মানিকগঞ্জ: জামায়াতের ডাকা দু’দিনের (বুধ-বৃহস্পতিবার) হরতাল সমর্থনে মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কলেজ ছাত্র মোজাম্মেল হক ও পান বিক্রেতা ইয়ার আলী বাংলানিউজ জানান, সন্ধ্যার দিকে ১০/১২ জন শিবিরকর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে বাসস্ট্যান্ড এলাকায় আসে। এসময় তারা সদর হাসপাতাল গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
মানিকগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) শাহআলম বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪