ঢাকা: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪/আপডেট: ০০১২ ঘণ্টা.