গাজীপুর: মাত্র আধাঘণ্টার ব্যবধানে গাজীপুরে দু’টি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কমীরা।
মঙ্গলবার (৩০ডিসেম্বর) রাত পৌনে ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া চৌরাস্তা এলাকায় এ দু’টি ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে জানান, পৌনে ১০টার দিকে ভোগড়া চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
লিটন আরো জানান, সোয়া ১০টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বলাকা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেখানেও ফায়ার সাভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্র জানায়, চান্দনা চৌরাস্তায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন অগ্নিদগ্ধ হয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪