ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে শিবির কর্মীসহ আটক ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
ঝিনাইদহে শিবির কর্মীসহ আটক ৩০ ছবি : প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।



ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচ শিবির কর্মীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলা থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।

আটক ও গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।