ঝিনাইদহ: ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত কর্মীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থান থেকে পাঁচ শিবির কর্মীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। বাকিদের মহেশপুর ও হরিণাকুন্ডু উপজেলা থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।
আটক ও গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশ সুপার আলতাফ হোসেন।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪