ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোলায় বিক্ষোভ মিছিল, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
ভোলায় বিক্ষোভ মিছিল, আটক ৬ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথমদিনে ভোলায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে ভোলা-ইলিশা সড়কে এ বিক্ষোভ করেন তারা।



হরতালের কারণে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।
 
এদিকে, নাশকতা সৃষ্টির আশঙ্কায় রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় চারজন, তজুমদ্দিনে এক ও শশীভূষণে একজন রয়েছেন।

যে কোনো ধরনের অপ্রীতীকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল ১১টা পর্যন্ত কোথায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।

ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে, ভোর থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় মাঠে পিকেটারদের উপস্থিতি খুব একটা দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।