ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে হরতাল সমর্থনে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
গাজীপুরে হরতাল সমর্থনে বাসে আগুন ছবি:ফাইল ফটো

গাজীপুর: হরতাল সমর্থনে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেট ও শাপলা ম্যানশনের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তারা ওই বাসে আগুন দেয়।



ঘটনার প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে ঢাকাগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে কয়েকজন যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নেমে যান। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় ওই স্থানে আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনে। গাজীপুর ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন বাংলানিউজকে সংবাদটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।