ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
মানিকগঞ্জে বিএনপি-জামায়াতের ৮ কর্মী আটক

মানিকগঞ্জ: জামায়াতের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথমদিনে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জের চারটি উপজেলা থেকে জামায়াত-বিএনপির ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে পৃথক অভিযানের মাধ্যমে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।



তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে এরা সবাই জামায়াত-বিএনপি কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

আটক কর্মীদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৪ জন, ঘিওর, সাটুরিয়া, সিংগাইর ও হরিরামপুরে এক জন করে রয়েছে।

জেলার বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, আটক কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।